Thursday, May 6, 2021

মাওলানা শব্দ নিয়ে কিছু কথা

বিজ্ঞান, ধর্ম, গণিত বা অন্য যেকোন বিষয়ে ভালোমত জ্ঞান অর্জন করতে হলে যে ভাষা চর্চা করা বা ভাষা ভালো ভাবে শেখা জরুরী সেটা আমরা বুঝতে আগ্রহী নই| ভাষার অপব্যবহার একটা জাতিকে কোথায় নামাতে পারে সেটা পরিষ্কার ভাবে বুঝতেও নারাজ আমরা| গত কয়েকদিন ফেসবুকে দেখছি জনৈক ভদ্রলোক মাওলানা শব্দটিকে ব্যাখা করছেন এভাবেমাওলা + আনা = আল্লাহ + আমাদের = আমাদের আল্লাহলেখক বোঝাচ্ছেন যিনি মাওলানা তিনিই আমাদের আল্লাহ| যদিও শব্দটি  (مولا+ نا) মাওলার সাথে না সংযোগে গঠিত। আরবিতে না (نا) দিয়ে আমাদের বোঝায়। ভদ্রলেখক এই শব্দের প্রচলনে অনেক ষড়যন্ত্রের গন্ধ আবিষ্কার করেছেন| ইহুদি নাছারাদের তুলধুনো করে ক্লান্ত হয়েছেন। উপমহাদেশে আলিয়া মাদ্রাসা প্রতীষ্ঠার ষড়যন্ত্রের তত্ত্ব আবিষ্কার করেছেন। বিভ্রান্তির দূর্গন্ধ যুক্ত লেখাটা শেয়ারও হয়েছে অনেক| এখন দেখা যাক, মাওলানা বলতে কি বোঝায়। আমি কয়েকটা উদাহরণ পেশ করব। ধরা যাক, কেউ বললেন " একজন আল্লাহওয়ালা মানুষ"| তাহলে কি এই বাক্য দিয়ে ক-কে আল্লাহর মালিক বুঝাবে? নিশ্চয় বোঝাবে না। বরং ক ব্যক্তিটি একজন আল্লাহ প্রেমী বা ধার্মিক বোঝাবে। যদিও ওয়ালা যুক্ত শব্দ গুলো দিয়ে মালিকানা বোঝায়। যেমন, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ফেরিওয়ালা, টাকাওয়ালা, ইত্যাদি দ্বারা যথাক্রমে বাড়ি, গাড়ি, ফেরি ও টাকার মালিক বোঝায়| আবার মসজিদে হারাম দিয়ে মসজিদটি খারাপ যায়গা বুঝায় না বরং ওই এলাকায় হাঙ্গামা বা যুদ্ধ করা হারাম বা নিষিদ্ধ বোঝায় অর্থাৎ হারাম শব্দটি দিয়ে মসজিদের পবিত্রতা বোঝাচ্ছে।  

সময়ের সাথে সাথে শব্দ নতুন অর্থ ধারণ করে বা করতে পারে| আমাদের দেখতে হবে বাংলা অভিধান এই শব্দটাকে কিভাবে সংজ্ঞায়িত করেছে|বাংলা অভিধান শব্দটিকে আরবি উৎসের বাংলা শব্দ হিসেবে ভুক্তি করেছে এবং যার অর্থ ইসলাম ধর্ম বিষয়ে পন্ডিত নির্ধারণ করেছে|বাংলা উইকিপিডিয়ার মতে মাওলানা (مولانا) একটি সম্মানসূচক উপাধি যা মুসলিম ধর্মীয় নেতার নামের শুরুতে যুক্ত করা। মূলত মধ্য এশিয়া ভারত উপমহাদেশে মাদ্রাসা বা দারুল উলুম বা কোনো ইসলামি পন্ডিতের অধীনে পড়াশোনা করা স্নাতকোত্তর পাশ ব্যক্তিকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।মাওলা শব্দটির অন্তত ৩০ টি অর্থ আছে। যেমন,  প্রভূ, বন্ধু, সাহায্যকারী, মনিব, চাচাতো ভাই, প্রতিনিধি, নেতা, গুরু ইত্যদি। বাংলাভাষায় নানান উৎস থেকে শব্দ এসেছে আবার সেসব শব্দ মূলভাষার থেকে অনেকটা আলাদা অর্থও ধারন করেছে যেমন, ইংরেজিতে  Affair (a sexual relationship between two people, one or both of whom are married to someone else) দ্বারা পরকিয়া বুঝালেও আমাদের দেশ বা সংস্কৃতিতে আমরা অন্যভাবে ব্যবহার করি | শব্দের অর্থ যতটা তার উৎসের উপর নির্ভর করে তার চেয়ে অনেক বেশি করে তার প্রচলিত সংজ্ঞা উপর অথবা বিশেষ এলাকায় কিভাবে শব্দটিকে গ্রহন করা হয়েছে তার উপর| এমন কি নির্ধারিত সংজ্ঞা থাকার পরও ব্যক্তিক পর্যায়ে ভিন্ন অর্থ ধারন করতে পারে আর সে জন্যই আমরা মাঝে মাঝেই এরকম বাক্য শুনতে পাই "এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন"।  পল, ক্ষণ, নিমেষ, দন্ড, মুহূর্ত এসবের আলাদা আলাদা অর্থ বা সংজ্ঞা আছে কিন্তু বর্তমানে সবগুলোই অল্প সময় অর্থে ব্যবহৃত হয়|যে ভাত দেয় সেই ভাতার (স্বামী) হলে তো অনেকেই অনেকের ভাতার কিন্তু বাস্তবে তা নয় কারণ ভাতারকে সংজ্ঞায়িত করা হয়েছে ভিন্ন ভাবে| উত্তরের ঠান্ডা বায়ুর প্রবাহ থেকে বাঁচতে গায়ে জড়ানো কাপড়কে উত্তরীয় বলা হত কিন্তু এখন কোন অনুষ্ঠানে অতিথিদের পরিয়ে দেওয়া চাদর সদৃশ কাপড়কে উত্তরীয় বলা হয়|ভাষা কিভাবে কাজ করে, কিভাবে এক ভাষার শব্দ অন্য ভাষায় প্রবেশ করে, অর্থের পরিবর্তন কিভাবে হয় এসব জানা দরকার| ভাষা এক ধরণের অস্ত্র তাই এর সঠিক ব্যবহার জানা থাকা চাই। অনেকেই পৃষ্ঠার পর পৃষ্ঠা অনায়াসে লিখতে পারেন, কিন্তু তিনি কি লিখছেন সে বিষয়ে খুব বেশি ধারণা রাখেন না। এমন লেখকের সংখ্যা চারপাশে তাকালে ভুরি ভুরি দেখা মেলে। প্রতিদিন ফেসবুকে দুই পৃষ্ঠা করে লিখে আমরা আবার রবীন্দ্রানাথের কাছাকাছি কিছু একটা ভেবেও বসি। মনে যা আসে তাই লিখে দেওয়া ভালো কথা নয় বরং একটু চিন্তা করে, সময় নিয়ে ভাবনায় সাবালকত্ব আনা দরকার। 

 

মেনহাজুল আবেদীন

শিক্ষক, খুলনা বিশ্ববিদ্যালয়। 

বিডাকঃ menhaz70@gmail.com 


No comments:

Post a Comment

সময়ের মূল্য কতটা ?

  জীবনে সময়ের মূল্য নিয়ে রচনা পড়ে নাই এমন মানুষ পাওয়া দুষ্কর। সময়ের মূল্য নিয়ে সচেতনতা সেখান থেকেই শুরু। সময়ের সঠিক ব্যাবহার আমাদের উন্নতির ...