Wednesday, July 22, 2020

আমাদের হীন মন

প্রিথিবীময় করোনা সংক্রমণের এই সময় আমারা বাঙ্গালীকে অনেক গালি দিচ্ছি। কারনে অকারণে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাঙ্গালি পৃথিবীতে একমাত্র নিকৃষ্ট জাতি। আমরা তো অসভ্য বলতেও দ্বিধা করছিনা। ব্রিটিশরা বাঙ্গালী কে বাঙ্গালী বলে গালি দিতে শিখিয়েছিল আমরা সেটা বেশ পালন করছি। নিজের জাতির নামটা গালি হতে পারে এমন উদাহরণ পাওয়া যাবে না হয়ত পৃথিবীতে। শিক্ষকের সমার্থক বা অনেক বেশি আবেদন যে শব্দটি আছে সেই পণ্ডিত শব্দটাকেও আমরা গালি হিসেবে ব্যাবহার করি। আর কোন জাতি তাদের এরকম শব্দটার এই দশা করছে কিনা জানা নাই। আমরা সবাই চাই দেশের পরিবর্তন আনতে কিন্তু পথটা বুঝিনা। একটা দেশের আনাছে কানাছে ভালবেসেই পরিবর্তন সম্ভম। কিন্তু আমরা গালি দিচ্ছি, আঘাত করছি। একটা আয়না কে আঘাত করলে যেমন অনেক গুলো পূর্ণ আয়না হয় তেমনি একটা জাতির খারাপ জায়গাকে আঘাত করলেও অনেক গুলো খারাপ বের হয়ে আশে। অথচ পরিবর্তন মানে জোড়া লাগানো। জোড়া লাগে ভালবাসায় আদরে স্নেহে দায়িত্বশীলতায়। আসুন দেশের সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তন গুলকে অনুধাবন করার চেষ্টা করি। বিদেশের দাঁড়িপাল্লায় দেশ কে না মাপি। বিদেশের চেরি ফুল দেখে চোখ জুড়ানোর আগে জারুল, শিমুল, সোনালু, পলাশ এমনকি নিম ফুল দেখে চোখের তৃষ্ণা বাড়াতে পারছিলাম কিনা সে প্রশ্ন করা শিখতে হবে। এক হাজী কে বলতে শুনেছিলাম আরবের আবাবিল পাখি দেখতে খুব সুন্দর তাকে বললাম দোয়েল কি কখন দেখেছেন? দেশকে দেখার চোখ যাদের আছে বিদেশ দেখার চোখ তাদেরই হয়। যাদের সে চোখ নাই তারা যা দেখছে সেটা গ্যাস ভর্তি বেলুনের মত সুতা ছিঁড়ে উড়েও যেতে পারে আবার ফুটোও হতে পারে।


মোঃ মেনহাজুল আবেদীন

সহকারী অধ্যাপক,

পরিসংখ্যান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।                                                              

বিডাকঃ menhaz70@gmail.com  

এপ্রিল ১৬, ২০২০ ইং  


·       Email শব্দটা Electronic mail এসেছে, শুরুতে E-mail লেখা হতো। Electronic অর্থ বিদ্যুতিন-সংক্রান্ত বা বৈদ্যুতিন। এখানে Email কে বিডাক বলা হচ্ছে। আমার আগে কেউ ব্যাবহার করছে কিনা জানা নাই।  আমার ইচ্ছে এটা প্রচলিত হোক। 

সময়ের মূল্য কতটা ?

  জীবনে সময়ের মূল্য নিয়ে রচনা পড়ে নাই এমন মানুষ পাওয়া দুষ্কর। সময়ের মূল্য নিয়ে সচেতনতা সেখান থেকেই শুরু। সময়ের সঠিক ব্যাবহার আমাদের উন্নতির ...