Thursday, September 3, 2020

অবস্থান সংকট (কবিতা)

আমার বাড়ি ছাগল ভরা
তোমার বাড়ি কুকুর।
তাইতো আমি ক্ষ্যাত কবি
সাজলে তুমি ঠাকুর।
শখের ছানা দুটোই জানি
তবু কেন এমন হয়।
রিকশাওয়ালা গান বাজালে
কার ওয়ালার মান যায়।
আমার হাতে আমি খাব
কে বলেছে দেখতে।
আট চামচের গণ্ডগোলে
তোমার খাওয়া মিথ্যে। 

---
স্যাপ্পরো, জাপান।
০৩ সেপ্টেম্বর ২০২০

No comments:

Post a Comment

সময়ের মূল্য কতটা ?

  জীবনে সময়ের মূল্য নিয়ে রচনা পড়ে নাই এমন মানুষ পাওয়া দুষ্কর। সময়ের মূল্য নিয়ে সচেতনতা সেখান থেকেই শুরু। সময়ের সঠিক ব্যাবহার আমাদের উন্নতির ...