আমার বাড়ি ছাগল ভরা
তোমার বাড়ি কুকুর।
তাইতো আমি ক্ষ্যাত কবি
সাজলে তুমি ঠাকুর।
শখের ছানা দুটোই জানি
তবু কেন এমন হয়।
রিকশাওয়ালা গান বাজালে
কার ওয়ালার মান যায়।
আমার হাতে আমি খাব
কে বলেছে দেখতে।
আট চামচের গণ্ডগোলে
তোমার খাওয়া মিথ্যে।
---
স্যাপ্পরো, জাপান।
০৩ সেপ্টেম্বর ২০২০
০৩ সেপ্টেম্বর ২০২০
No comments:
Post a Comment